আর কিছু সপ্তাহের মধ্যে শুরু হতে চলেছে আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপ, আর ভারতিয় দলে কোন কোন তারকারা জায়গা পেতে চলেছেন সেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। আসুন দেখে নেয়া যাক কারা সেই তিন ক্রিকেটার যাদের পার্ফমেন্স বিগত কিছু মাসে খারাপ হওয়া সত্ত্বেও,পেয়ে যেতে পারেন এই বিশ্বকাপ টিমে জায়গা। এখানে দেখে নিন সেই তিন ক্রিকেটার, যাদের পার্ফমেন্স ভালো না হওয়ার পরেও টিমে জায়গা পেতে পারেন।
৩. যুজবেন্দ্র চাহাল
আন্তর্জাতিক মঞ্চে তার অভিষেক ঘটে ১১ই জুলাই ২০১৬ জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে, প্রথম ম্যাচে ১০ ওভার বল করে ২৭ রান দিয়ে ১টি উইকেট নিয়ে সবার নজর কেড়ে নেন তিনি, বিগত ৫ বছরে ৫৬ টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে অংশগ্রহণ করে ৯৭টি উইকেট নিয়েছেন, তার শ্রেষ্ঠ পার্ফমেন্সে তিনি ১০ ওভারে ৪২ রান দিয়ে ৬টি উইকেট নেন। এটা ছারা খেলেছেন ৪৯ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ যেখানে তিনি ৬৩ টি উইকেট নিয়েছেন,তার শ্রেষ্ঠ পার্ফমেন্সে তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৬টি উইকেট নেন। তবে বিগত কিছু মাসে পার্ফমেন্স একটু খারাপের দিকে নামতে দেখা দিয়েছে, শেষ ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি ৪টি উইকেট দখল করেছেন, কিন্তু চিন্তার বিষয়টা হল যে তার বোলিং এর সাহায্যে রান আটকাতে না পেরে ওঠা, শেষ ৫টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচে তার ইকনমি রেট ১০ এর উপর।