১. রাহুল চাহার
চলতি নিউজিল্যান্ড সফরে বিশেষ কোনও নজর কাড়তে পারেনি ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। কিউই ব্যাটসম্যানদের ব্যাটিং রোষের মুখে পড়তে হয়েছে, তাকে তাই মনে করা হচ্ছে আগামী সাউথ আফ্রিকা সিরিজ তাকে বিশ্রামে পাঠাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং সে ক্ষেত্রে দলে সুযোগ পেতে পারেন স্পিনার রাহুল চাহার।
সম্প্রতি এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ টুর্নামেন্টের দলে সুযোগ পেয়েছিলেন রাহুল। চলতি ঘরোয়া ক্রিকেটের মরশুমে তার দুরন্ত পারফরম্যান্স তাকে সুযোগ করে দিতে পারে বিরাটের দলে এমনটাই মনে করছেন অনেকে।
চলতি “ডি ওয়াই পাতিল ক্রিকেট টুর্নামেন্ট” এই লেগ স্পিনারের পারফরম্যান্স রীতিমত প্রশংসনীয়। রিলায়েন্স ১ দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা দলের বিরুদ্ধে খেলতে নেমে নিয়েছিলেন ৫ উইকেট যা তার দলকে এনে দিয়েছিল জয়। ৩৮ টি লিস্ট “এ ” ম্যাচে তিনি নিয়েছেন ৫৪ টি উইকেট, ৫.১ ইকনমি রেটে।
ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন রাহুল। সে ম্যাচে অনেক রান দিয়েছিলেন তিনি, নিয়েছিলেন একটি উইকেট। যদিও তার সাম্প্রতিক পারফরম্যান্স রীতিমতো চমকপ্রদ, যার জেরে তার সাউথ আফ্রিকার বিরুদ্ধে এক দিবসীয় সিরিজে ভারতীয় ক্রিকেট দলের ঢুকে পড়ার সম্ভাবনা প্রবল।