২. প্রসিদ্ধ কৃষ্ণ
২০২০ ‘এর শুরু থেকেই অত্যন্ত ব্যস্ততার মধ্যে কেটেছে ভারতীয় ক্রিকেট দলের বোলিং বিভাগের অন্যতম দুই পেসার জাসপ্রিত বুমরা এবং মহম্মদ সামির। তাই মনে করা হচ্ছে আগামী ঘরের মাঠে শুরু হতে চলা সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে এই দুই অন্যতম পেসার কে বিশ্রামে পাঠাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং এক্ষেত্রে সুযোগ পেতে পারেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন যে আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় বোলিং বিভাগের একজন সারপ্রাইজ প্যাকেজ করতে পারেন তরুণ বোলার প্রসিদ্ধ কৃষ্ণ।
কর্নাটকের এই পেসারের লিস্ট এ ক্রিকেট এর পারফরম্যান্স খুবই প্রশংসনীয়। খেলেছেন ৪১ ম্যাচ, নিয়েছেন ৬৭ উইকেট। ইকোণমি রেট ৫.১ ।তার অন্যতম বৈশিষ্ট্য তিনি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বোলিং করতে পারেন যা একজন পেসারের অন্যতম গুন।
২০১৮ এবং ২০১৯ এর আইপিএলে খেলতে দেখা গেছে প্রসিদ্ধ কৃষ্ণকে। তিনি খেলেছেন ১৮ টা ম্যাচ, উইকেট সংখ্যা ১৪ । অব্যর্থ লক্ষ্য এবং দুরন্ত লাইন লেন্থ এ পেসারের বোলিং রীতিমতো নজর কেড়েছে সকলের।
চোটের জন্য দলের বাইরে গেলেও সম্প্রতি রঞ্জি ট্রফিতে কর্ণাটক বলে প্রত্যাবর্তন করেছিলেন তিনি ।তার পারফরমেন্সের উপর ভিত্তি করে অনেকে মনে করছেন সাউথ আফ্রিকা বিরুদ্ধে সিরিজ একদিবসীয় ক্রিকেটে অভিষেক হতে পারে তার ।