অজিত আগারকার
অজিত আগারকার হলেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার যিনি একদিবসীয় ক্রিকেটে দ্রুত ৫০টি উইকেট শিকার করেছিলেন। মুম্বাইয়ের এই ডানহাতি অলরাউন্ডার বোলিং এর পাশাপাশি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে মাত্র ২১বল খেলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড তৈরি করেছিলেন। ১৯৯৮ সালে আগারকার ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। ১৯৯৯ সালের ভারতীয় বিশ্বকাপ দলের তিনি অন্যতম সদস্য ছিলেন। আগারকার যেমন বল হাতে ভারতীয় দলকে বহু ম্যাচ জিতিয়েছেন তেমনি ব্যাট হাতেও তিনি সমান ভাবে সফল হয়েছেন। ভারতীয় দলের হয়ে নয় নম্বরের পর ব্যাট করতে নেমে তিনি ১টি অর্ধশতরান করেছিলেন।