আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরেও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জনপ্রিয়তা এখনও একই রকম রয়েছে। আইপিএলের (IPL 2025) মঞ্চে তাকে এক ঝলক দেখার জন্য ভক্তরা অপেক্ষা করে থাকেন। তার ব্যক্তিগত জীবনেও তরুণ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয়। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বায়োপিক ‘এম এস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’তে এই তারকা ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। এই সিনেমা এখনও ভক্তদের মনে রয়ে গেছে। তবে এই সিনেমায় বেশ কিছু ধোনির জীবনের সত্যি লুকিয়ে যাওয়া হয়েছে। আজ প্রাক্তন অধিনায়কের জন্মদিনে এইরকম লুকানো ৩ সত্যি তুলে ধরা হলো।
Read More: “চরিত্রহীন, লম্পট..”, শামিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য হাসিন জাহানের, বিস্ফোরক অভিযোগে তোলপাড় !!
১) বায়োপিকে নেই দাদার উল্লেখ-

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ১৯৮১ সালে ৭ জুলাই ঝাড়খণ্ডে জন্ম গ্রহণ করেছিলেন। এই তারকা ক্রিকেটারের এক বোন জয়ন্তী গুপ্তাকে বায়োপিকে দেখানো হয়েছিল। ধোনির সঙ্গে তার বোনের সম্পর্কের বন্ধন সুন্দরভাবে বড়ো পর্দায় ফুটে উঠেছে। কিন্তু ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়কের একজন দাদা রয়েছেন। তার নাম নরেন্দ্র সিং ধোনি (Narendra Singh Dhoni)। কিন্তু তাকে বায়োপিকে দেখানো হয়নি। এই বিষয়ে ধোনির (MS Dhoni) দাদা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, “আমার মনে হয় বিষয়টি চলচ্চিত্র নির্মাতার ভাবনাচিন্তা। এই বিষয়ে আমার কোনো মতামত নেই। সম্ভবত মাহির জীবনে আমার খুব একটা বেশি অবদান নেই। সেটা ছোটবেলা হোক বা যখন ধোনি (MS Dhoni) নিজের জায়গা তৈরি করে নেওয়ার জন্য লড়াই করছিল। সম্ভবত এই কারণে আমায় বায়োপিকে রাখা হয়নি।”