শহীদ আফ্রিদি-

২০০৭ সালে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ চলাকালীন শহীদ আফ্রিদির (Shahid Afridi) বলে দুরন্ত বাউন্ডারি হাঁকিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই পাক তারকা বিষয়টি মেনে নিতে পারেননি। রান নিতে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে গম্ভীরকে ধাক্কা মেরেছিলেন। এরপরই দুজনেই উত্তপ্ত বাগবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়েন। এরপর আফ্রিদির বিষয়ে একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন ভারতীয় এই তারকা। একবার বলেছিলেন,”আফ্রিদি ৩৭-৩৭ বছরের হলেও তার মানসিকতা ১৬ বছরের বাচ্চার মতো।” শহীদ আফ্রিদির করা একাধিক ভারতবিরোধী মন্তব্যেরও জবাব দিয়েছেন গম্ভীর। ফলে এই দুই তারকা ক্রিকেটারের সম্পর্ক শত্রুতায় পরিণত হয়।