গৌতম গম্ভীর (Gautam Gambhir) বর্তমানে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতীয় দলের হয়ে ব্যাট হাতে গড়েছেন একাধিক রেকর্ড। দেশের হয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলিতে ভরসাযোগ্য একাধিক ইনিংস খেলে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন। ২০১১ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2011) ফাইনালে গম্ভীর ৯৭ রানের স্মরণীয় ইনিংস খেলে ভক্তদের মনে এখনও জায়গা করে আছেন। ভারতের হয়ে ১৪৭ টি ওডিআই ম্যাচে গম্ভীর ৫২৩৮ রান সংগ্রহ করেছেন গম্ভীর।
আজ এই কিংবদন্তি ক্রিকেটার ৪৪ বছর বয়সে পা রাখলেন। তার এই দীর্ঘ ক্রিকেট জীবনে একাধিক বিতর্কের মধ্যেও জড়িয়ে পড়েছিলেন। মাঝেমধ্যেই তিনি রবি শাস্ত্রী (Ravi Shastri), সুনীল গাভাস্কার (Sunil Gavaskar), মনোজ তেওয়ারির (Manoj Tewari) মতো ক্রিকেটারদের কটাক্ষের মুখেও পড়েন। আজ এখানে গম্ভীরের ক্রিকেট মহলের ৩ শত্রুকে নিয়ে আলোচনা করলাম।