World Cup 2023: গত অক্টোবরের ৫ তারিখে শুরু হয়েছিলো ১৩তম ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। দেড় মাস এবং ৪৮ ম্যাচের পর তাতে যবনিকা পড়লো গতকাল। ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজক ভারতকে হারিয়ে বাজিমাত করলো অস্ট্রেলিয়া। এই নিয়ে ছয়বার বিশ্বসেরার মুকুট উঠলো তাদের মাথায়। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছিলো ভারত। কিন্তু খেতাবী যুদ্ধেই পা হড়কালো রোহিত (Rohit Sharma), বিরাটদের (Virat Kohli)। বারো বছরের অপেক্ষা শেষে ট্রফির স্বপ্ন দেখেছিলেন ভারতের জনতা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না আর। বাড়লো প্রতীক্ষার প্রহর। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, গোটা টুর্নামেন্ট জুড়ে ক্রিকেটের তিন বিভাগেই যে ধারাবাহিকতা দেখিয়ে এসেছিলো ভারত, তার ছিটেফোঁটাও দেখা গেলো না ফাইনাল ম্যাচে।
টসভাগ্য গতকাল সঙ্গী হয়েছিলো অস্ট্রেলিয়ার। প্রথমে বোলিং বেছে নেন প্যাট কামিন্স (Pat Cummins)। রোহিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুরুটা করেছিলেন ঝড়ের গতিতে। শুভমান গিল রান পান নি। বিরাট কোহলি, কে এল রাহুল (KL Rahul) অর্ধশতক করলেও ভারত থেমে যায় মাত্র ২৪০ রানে। অল্প রানের পুঁজি রক্ষা করতে নেমে প্রতিপক্ষের তিন উইকেট দ্রুত তুলে নিয়েছিলো টিম ইন্ডিয়া। চাপের মুখেও স্নায়ুদৌর্বল্যে ভোগে নি অজি’রা। বরং প্রতিরোধ গড়ে তোলেন ট্র্যাভিস হেড (Travis Head) এবং মার্নাস লাবুশেন। ১৯২ রানের জুটি গড়ে ম্যাচ কেড়ে নেন ভারতের মুঠো থেকে। খেলা শেষে প্যাট কামিন্স, স্টিভ স্মিথরা যখন উদযাপনে ব্যস্ত, তখন ভারতীয় সাজঘরে শ্মশানের নিস্তব্ধতা। রোহিত শর্মা (Rohit Sharma), মহম্মদ শামিদের মত অনেকেরই হয়ত বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেলো। কারণ পরবর্তী বিশ্বকাপ যে সেই ২০২৭-এ।
Read More:World Cup 2023: রোহিত শর্মার এই সিদ্ধান্ত বদলাতে পারতো ম্যাচের ফলাফল, নিজের ভুলেই ঘটলো বিপর্যয় !!
এক নয়, তিন দেশে আয়োজিত হবে আগামী বিশ্বকাপ-
১৯৭৯ সালের পর ২০২৩ সালেই প্রথম সম্পূর্ণ বিশ্বকাপ (ICC World Cup) একটি নির্দিষ্ট দেশে আয়োজনের ব্যবস্থা করা হয়েছিলো। এই বিরল সুযোগ এসেছিলো ভারতের সামনে। দেশের মাঠে ট্রফির মুখ না দেখায় আক্ষেপ দ্বিগুণ হয়েছে ভারতীয় সমর্থকদের। আগামী বিশ্বকাপ আয়োজনের জন্য একটি নয়, বরং তিন তিনটি দেশকে বেছে নিয়েছে আয়োজক সংস্থা আইসিসি। ২০০৩-এর পর ফের ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2027) আসর ফিরছে আফ্রিকা মহাদেশে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের সাথে সাথে আয়োজনের দায়িত্ব পেয়েছে নামিবিয়াও। এর আগে ২০০৩ সালে বিশ্বকাপ আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। নামিবিয়া এই প্রথম ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেতে চলেছে।
বদল আসছে বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের সংখ্যাতেও। ২০১৯ এবং ২০২৩ বিশ্বকাপে দশটি করে দল অংশগ্রহণ করেছিলো। রাউন্ড রবিন পর্ব, সেমিফাইনাল এবং ফাইনাল মিলিয়ে মোট খেলা হয়েছিলো ৪৮ ম্যাচ। ২০২৭ সালে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ১৪। বাড়ছে ম্যাচের সংখ্যাও। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে আয়োজিত হবে ৫৪টি ম্যাচ। অক্টোবর-নভেম্বর মাসেই বসতে চলেছে বিশ্বকাপের (ICC World Cup 2027) আসর। ক্রিকেটের সম্প্রসারণের জন্য এই সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০২৩-এর বিশ্বকাপ গতকালের পর থেকে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। চার বছর পরের প্রতিযোগিতার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।