প্রাক্তন ভারতীয় পেসার প্রবীণ কুমারের শ্বশুর অনিল কুমার প্রয়াত হলেন। বছর ৫৫ ওই ব্যক্তি রোববার বাড়ির তিন তলা থেকে পা পিছলে পড়ে যান, এবং এই দুর্ঘটনার দরুন নিজের প্রান হারান। প্রসঙ্গত, অনিল কুমার ছিলেন একজন প্রাক্তন আর্মি অফিসার এবং থাকতেন শেখপুরা টিপি নগরে।
পরিবার সূত্রের খবর অনুযায়ী বাড়ির তিন তলায় এদিন পুদিনা পাতা আনতে গেছিলেন অনিল।কিন্তু অত্যাধিক বৃষ্টির দরুন ওদিন মেঝেতে জল জমেছিলো।বিষয়টি লক্ষ্য করেনি অনিল, এরপর দুর্ভাগ্যবশত পা পিছলে নিয়ন্ত্রণ হারান তিনি।সেই সময় ঘটনার প্রত্যক্ষদর্শীরা দ্রুত তার পরিবারের কাছে খবর পৌঁছে তাকে হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করে। পরবর্তী সময়ে হাসপাতালের তরফে জানানো হয় দুর্ঘটনার জন্য অনিল বাবুর দুই পা ফ্রাক্চার হয়েছিলো।এমনকি মাথাতেও চোট লাগার পাশাপাশি কাঁধ এবং মুখ ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।তাঁর চিকিৎসা চলাকালীন মারা যান তিনি।খবর পাওয়ার পর পরই হাসপাতালে যান প্রবীণ, এবং এই খবর সংবাদ মাধ্যমকে জানান।
একসময় ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য প্রবীণ কুমার গতবছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।তার চোট প্রবন ক্রিকেট কেরিয়ারে দেশের হয়ে খেলেছেন ৬ টি টেস্ট, ৬৮ টি ওয়ানডে এবং ১০ টি টোয়েন্টি ম্যাচ।নিয়েছেন ১১২ টি উইকেট, যদিও চোটের দরুন তার কেরিয়ার দীর্ঘায়িত হয়ে উঠতে পারেনি।বছর ৩২ এই প্রাক্তন পেসার দেশের হয়ে শেষ ম্যাচটি খেলেন ২০১২ সালে। পরবর্তী সময়ে ঘরোয়া ক্রিকেটে নিজের রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন উত্তর প্রদেশের এই ক্রিকেটার।২০১৮ এর জানুয়ারি অবধি, এরপর অবসর নেন।খেলেছেন টি টোয়েন্টি লিগে, পাঞ্জাবি লেজেন্ডসের হয়ে তিন ম্যাচে নিয়েছিলেন ছয় উইকেট।