এই মুহুর্তে গোটা ক্রিকেট বিশ্ব যখন অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যেকার দিন রাতের টেস্ট ম্যাচ দেখতে ব্যস্ত, তখনই ক্রিকেট দুনিয়াকে চমকে দিল একটি বড় খবর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের তারকা বাঁ হাতি পেসার মহম্মদ আমির। এর আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও এবার পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আমির। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওডিআই এবং ৫০টি টি২০ ম্যাচ খেলেছেন। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশিত হয়, যেখানে জানানো হয় যে মহম্মদ আমির অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সেই বিবৃতিতে বলা হয়, “পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সেকিউটিভ ওয়াসিম খান আজ বিকেলে কথা বলেছেন মহম্মদ আমিরের সাথে, আর সেই সময় এই ফাস্ট বোলার নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন। ২৯ বছরের এই ক্রিকেটার জানিয়েছেন যে ওনার আর কোনও ইচ্ছা নেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার এবং পরবর্তী সময়ে কোনও আন্তর্জাতিক খেলায় যেন তাকে বিবেচনা না করা হয়। এটি সম্পূর্ণভাবে মহম্মদ আমিরের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং পিসিবি সেটির সম্মান করে। আর এই নিয়ে পরবর্তীকালে কোনও মন্তব্য করবে না বোর্ড।”
তবে পাকিস্তান ক্রিকেট দল ও বোর্ডের উপর চুড়ান্ত ক্ষুদ্ধ ছিলেন এই বাঁ হাতি পেসার, তা কার্যত স্পষ্ট করে দিয়েছিলেন আমির। আমিরের প্রতি সহানুভূতি দেখায়নি পিসিবি, এমনটাই দাবি করেছেন আমির। আর সেই অসহানুভূতির প্রতিচ্ছবি কিছুটা উঠে এসেছে বোর্ডের এই বিবৃতিতে, যেখানে আমিরের কৃতিত্বের জন্য কোনও ধন্যবাদ জ্ঞাপন করা হয়নি। বৃহস্পতিবার অবসর ঘোষণার কয়েক ঘন্টা আগে পাকিস্তানের জনপ্রিয় টিভি চ্যানেল সামা টিভিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন আমির।
সেই সাক্ষাতাকারে আমির জানিয়েছেন, পিসিবির তরফ থেকে মানসিকভাবে অত্যাচারিত হয়েছেন তিনি। এই নিয়ে আমির বলেছেন, “আমি এখন ক্রিকেট ছাড়তে চাইছি কারণ আমাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে। আমার মনে হয় না এই অত্যাচার আমি সামলাতে পারব। ২০১০ থেকে ২০১৫ সাল অবধি আমি প্রচুর অত্যাচারিত হয়েছি, যখন আমি শাস্তিভোগ করছিলাম। আমি পিসিবির তরফ থেকে অত্যাচারিত হচ্ছিলাম।”
এরপর আমির জানিয়েছেন যে কেবল মাত্র দুজন মানুষ এই খারাপ সময়ে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন, তারা হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজাম শেঠি এবং প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি। কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেটের কিছু কার্যকলাপে অত্যন্ত বিরক্ত হচ্ছিলেন আমির, আর সেই কারণেই অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি।
এই নিয়ে আমির বলেছেন, “আমাকে বলা হয়েছিল যেহেতু আমি বিভিন্ন দেশের লিগগুলিতে খেলি, তাই আমি পাকিস্তানের প্রতি দায়বদ্ধ নই। আমার কামব্যাক শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (২০১৫) থেকে। যদি আমি লিগ খেলার জন্যই ইচ্ছুক থাকতাম, তাহলে আমি তখনই সিদ্ধান্ত জানিয়ে দিতাম। আমি সেই সময়তেই বুঝতে পারি যখন আমায় ৩৫ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি। সেই সময় আমি বুঝেছিলাম যে আমায় আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করতে হবে। প্রতি দুই মাসে, কেউ না কেউ আমার নামে কিছু বলতেনই। কখনও কখনও বোলিং কোচ ওয়াকার ইউনিস বলতেন আমির আমাদের সাথে ধোঁকাবাজি করেছেন, কখনও বলা হত আমার ওয়ার্কলোড যথেষ্ট নয়। ব্যাস অনেক হয়েছে, আর নয়।”