ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যে প্রথম টেস্ট শুরু এখন খালি সময়ের অপেক্ষা।এরমধ্যে দিয়ে এই দুই দেশ খেলতে চলেছে আইসিসির ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়ান শিপের তাদের প্রথম ম্যাচ। এই টেস্টে প্রথম ম্যাচে জল্পনা তৈরী হলো অশ্বিনের না খেলার। বৃহস্পতিবার ২২ শে আগষ্ট ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত খেলতে নামতে চলেছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।প্রথম ম্যাচে তারা মুখোমুখি হতে চলেছে আন্টিগুয়ার ” স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম ” এ।
সূত্রের খবর অনুযায়ী প্রথম ম্যাচে ভারত নামতে চলেছে দুই স্পিনার এবং দুই পেসার কে নিয়ে।প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতীয় টেস্ট স্কোয়াডে রয়েছে চার পেসার।জসপ্রীত বুমরাহ,মহম্মদ শামি,ইশান্ত শর্মা এবং উমেশ যাদব।অন্যদিকে দলে স্পিনারের তালিকায় আছেন অশ্বিন, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা।এই মুহূর্তে মনে করা হচ্ছে প্রথম ম্যাচে নাও খেলতে পারেন অশ্বিন। এই মুহূর্তে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে ভবিষ্যৎ প্রজন্মকে আরও যাচাই করে নিতে।তাই কুলদীপ যাদবের এই টেস্টে খেলা প্রায় এক প্রকার পাকা ধরা যায়।অন্যদিকে আরেক জায়গায় তারা ভরসা রাখছেন এই মুহূর্তে দুরন্ত ফর্মে থাকা রবীন্দ্র জাদেজার উপর।তাই এই ম্যাচে না খেলার সম্ভাবনা তীব্র হলো অশ্বিনের।
সূত্রের খবর অনুযায়ী ম্যাচে ছয় ব্যাটসম্যান এবং একজন উইকেট কিপার নিয়ে খেলতে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।ফর্মে না থাকলেও আপাতত দল ভরসা রাখছে ঋষভ পন্থের উপর। এক্ষেত্রে মনে করা হচ্ছে আপাতত টেস্টে কামব্যাকের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঋদ্ধিমান সাহাকে।বছর ৩৪ এর এই উইকেট কিপার ব্যাটসম্যান শেষ টেস্ট খেলেছিলো জানুয়ারি’র ২০১৮ তে।এরপর চোটের জন্য ছিটকে যান তিনি।