আগামি ২৩ মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে। কিন্তু তার আগেই কেকেআর দুটি বড় ধাক্কা খেল। আসলে দলের তারকা তরুণ জোরে বোলার কমলেশ নাগরাকোটি আইপিএল ২০১৯ এ চোটের জন্য ছিটকে গেছে।তিনি গত বছরেও আইপিএলে অনেক ম্যাচ খেলতে পারেননি। এবারও খেলতে পারবেন না তিনি।
কমলেশ নাগরকোটির জায়গায় সন্দীপ ওরিয়রকে শামিক করা হল
কমলেশ নাগরকোটি পিঠের সমস্যার কারণেই ছিটকে গেলেন আইপিএল ২০১৯ থেকে। তার জায়গায় কেকেআর কেরলের জোরে বোলার সন্দীপ ওরিয়রকে শামিল করেছেন। জানিয়ে দিই যে সন্দীপ রঞ্জি ট্রফিতে দুর্দান্ত বোলিং করেছিলেন আর নিজের দলের হয়ে মোট ২৪টি উইকেট নেন।
শিভম মাভিও গেলেন আইপিএল ২০১৯ থেকে ছিটকে
আইপিএলের আগেই দ্বিতীয় ধাক্কাও খেয়েছে কেকেআর। গত বছর দুর্দান্ত প্রদর্শন করা তরুণ জোরে বোলার শিভম মাভিও নিজের চোটের কারণে ২০১৯ থেকে ছিটকে গেলেন। তার কোমরে ফ্র্যাকচার হয়ে গিয়েছে। যে কারণে তাকে প্রায় ৬ মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। আইপিএল ২০১৯ এর আগে এই দুই খেলোয়াড়ের ছিটকে যাওয়া কেকেআরের জন্য এক বড়ো ধাক্কা। আইপিএল ২০১৮র মেগা নিলামে কেকেআর কমলেশ নাগরকোটিকে কেকেআর ৩.২ কোটি টাকার মোটা দামে কিনেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে দুটি আইপিএল থেকেই ছিটকে যেতে হয়েছে। শিভম মাভিকেও আইপিএল ২০১৮র নিলামে কেকেআর ৩কোটি টাকার বিশাল দামে কিনেছিল।
কেকেআর নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৪ মার্চ
Photo by: Ron Gaunt / IPL/ SPORTZPICS
জানিয়ে দিই যে কেকেআর নিজেদের প্রথম ম্যাচ ২৪ মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। যদিও দলকে এই দুই তরুণ জোরে বোলারকে ছাড়াও মাঠে নামতে হবে। কেকেআরকে আইপিএল ২০১৯এ চ্যাম্পিয়ন বানানোর দায়িত্ব দলের অধিনায়ক দীনেশ কার্তিক, অ্যান্দ্রে রাসেল আর সুনীল নারায়নের উপর থাকবে। এই তিন খেলোয়াড় কেকেআরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যদিও তরুণ শুভমান গিল আর রিঙ্কু সিংয়ের মত খেলোয়াড়ও নিজের ছাপ ফেলতে চাইবেন।