আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সহকারী কোচের পদে যোগ দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রাড হ্যাডিন। ২০১৬ এর আইপিএল চ্যাম্পিয়ান সানরাইজার্স হায়দ্রাবাদ, তাদের কোচের পদে এইবার নিযুক্ত করেছেন ২০১৯ এর বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের কোচ ট্রেভর বেলিসকে। অন্যদিকে সম্পর্ক ছিন্ন করেছেন দীর্ঘদিনের কোচ টম মুডির সাথে। এইবার এই দলের সহকারী কোচের পদে যুক্ত হলেন ব্রাড হ্যাডিন। যিনি এর আগে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ ছিলেন।প্রসঙ্গত, সাইমন হেলমট এর বদলে দলের কোচের পদে এসেছেন হ্যাডিন।
২০১৬ থেকে প্রতিবার আইপিএলের প্লে অফে পৌছেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।২০১৯ এর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ করেছিলো শেষ চারে।এলিমিনেটরে দিল্লির কাছে হেরে যায় তারা। আগামী ২০২০ এর আইপিএলে বেলিস – হ্যাডিনের কোচিং যুগলবন্দী দেখা যাবে সানরাইজার্স হায়দ্রাবাদে।প্রসঙ্গত, এর আগে এই দুজনকে একসাথে কাজ করতে দেখা গেছে সিডনি সিক্সার্স দলে।তারা সেই দলকে ২০১২ এর চ্যাম্পিয়ান্স লিগ টি ২০ জিততে সাহায্য করেছিলো।
এছাড়াও তারা কলকাতা নাইট রাইডার্স দলে কাজ করেছেন কিন্তু একসাথে নয়। ২০১২ থেকে ২০১৫ তে বেলিসের কোচিংয়ে কলকাতা নাইট রাইডার্স ২০১২ এবং ২০১৪ তে আইপিএল জেতে। অন্যদিকে ২০১১ তে কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য ছিলেন হ্যাডিন,খেলেছেন ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একটি ম্যাচ। ২০০১ থেকে২০১৫, অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সদস্য ছিলেন হ্যাডিন। ২০১৫ এর আইসিসি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি। দেশের হয়ে হ্যাডিন খেলেছেন ৬৬ টেস্ট, ১২৬ টি ওডিআই এবং ৩৪ টি টোয়েন্টি ম্যাচ।
We welcome Brad Haddin as the Assistant Coach of SunRisers Hyderabad.#OrangeArmy #RiseWithUs pic.twitter.com/XqEn8Y10LX
— SunRisers Hyderabad (@SunRisers) August 19, 2019
টেস্টে ৩২.৯৮ গড়ে তিনি করেছেন ৩,২৬৬ রান।একদিবসীয় ক্রিকেটে ৩১.৫৩ গড়ে ৩,১২২ রান এবং ৪০২ রান টি টোয়েন্টি ক্রিকেটে। ২০১৫ এর এ্যসেজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন হ্যাডিন।২০১৭ তে দেশের জাতীয় দলের ফিল্ডিং কোচ নির্বাচিত হন এবং ২০১৯ এর বিশ্বকাপ অবধি সেই দায়িত্বে বহাল ছিলেন।