৪. ভুবনেশ্বর কুমার
ভারতীয় ক্রিকেট দলের জোরে বোলার ভুবনেশ্বর কুমার মিডিয়াম পেস সুইং বোলিং করার সোঙ্গে সঙ্গে লোয়ার মিডল অর্ডারে ডান হাতে ব্যাটিংও করেন। এবার বিশ্বকাপ ইংল্যাণ্ডে খেলা হবে আর সেখানের পিচ সুইং বোলিংয়ের জন্য সঠিক নয়। এই অবস্থায় ভারতের বেশি সুইং বোলিংয়ের প্রয়োজন নেই আর এমনিতেও একদিকের ক্রিকেটে বোলিংয়ে জসপ্রীত বুমরাহ প্রথম স্থান হাসিল করেছেন। অন্যদিকে মহম্মদ শামির প্রদর্শনও কোথাও না কোথাও ভুবনেশ্বর কুমারের চেয়ে ভালই, তো ভুবনেশ্বর কুমারের কোনো ম্যাচ খেলার সুযোগ পাওয়া মুশকিল।