৩. কেএল রাহুল
ভারতীয় ক্রিকেট দলের প্লেয়া কন্নৌর লোকেশ রাহুল অর্থাৎ কেএল রাহুল ডান হাতি ব্যাটসম্যান আর বিকল্প উইকেটকিপারও। ব্যাটিংয়ে তো সকলেই জানেন যে চার নম্বরের খেলার জন্য রাহুল আর বিজয় শঙ্করের মধ্যে এখন আশা রয়েছে। কারণ বিশ্বকাপ দল গড়ার আগেও চতুর্থ নম্বরে কে খেলব তা নিয়ে উথাল পাথাল হয়েছিলার এখন চতুর্থ নাম্বারে দুটি নাম এসেছে তো এই অবস্থায় সর্বশ্রেষ্ঠকেই বাছা হবে। যদি উইকেটকিপিংয়ের কথা বলা হয় তো ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনি ছাড়া অন্য কারো সুযোগ পাওয়া মুশকিল।