২. দীনেশ কার্তিক
ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আর সম্প্রতি বিশ্বকাপ দলেও শামি দীনেশ কার্তিক ভারতীয় দলের হয়ে ব্যাটিং আর উইকেটকিপিং করেন। এই অবস্থায় আমরা সকলেই জানি যে ভারতীয় দলের কাছে তো কি পুরো বিশ্বের যে কোনো দলের কাছেই মহেন্দ্র সিং ধোনির মত উইকেটকিপার নেই। এই অবস্থায় কার্তিকের জন্য কিপিং করার তো কোনো আশাই নেই, অন্যদিকে ব্যাটিংয়ের কথা ধরা হলে তো চতুর্থ নম্বরে ভারতের কাছে বিজয় শঙ্কর আর কেএল রাহুল রয়েহচে। এই অবস্থায় কার্তিকের প্লেয়িং ইলেভেনে সুযোগ পাওয়া মুশকিলই মনে হচ্ছে।