এই ৫ খেলোয়াড়রা যদি পেতেন বিশ্বকাপে জায়গা তো ভারতের তৃতীয়বারের বিশ্ব বিজেতা হওয়া ছিল নিশ্চিত

আম্বাতি রায়ডু

এই ৫ খেলোয়াড়রা যদি পেতেন বিশ্বকাপে জায়গা তো ভারতের তৃতীয়বারের বিশ্ব বিজেতা হওয়া ছিল নিশ্চিত 1
Mumbai: Indian batsman Ambati Rayudu celebrates his century during the 4th ODI cricket match against West Indies at Brabourne Stadium, in Mumbai, Monday, Oct 29, 2018. (PTI Photo/Mitesh Bhuvad) (PTI10_29_2018_000152B)

গত এক বছর ধরে আম্বাতি রায়ডু ভারতীয় দলের হয়ে চার নম্বরে ব্যাটিং করছিলেন। কিন্তু যখন বিশ্বকাপে নিয়ে যাওয়ার কথা সামনে আসে তো তাকে নির্বাচকরা উপেক্ষা করেন। ভারতের কাছে বিশ্বকাপে চার নম্বরের জন্য কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যান নেই। এই কারণে আম্বাতি রায়ডু বিশ্বকাপে নিজের জায়গা ডিজার্ভ করতেন। তিনি ভারতের চার নম্বরের সমস্যাকে সমাধান করতে পারতেন। তিনি ৪ নম্বরে ধৈর্য্য ধরে খেলে ম্যাচকে নিয়ন্ত্র করতে পারতেন কিন্তু নির্বাচকরা তার উপরেও ভরসা দেখাননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *