৫) মুরলীধরন-

২০১৩ সালে তামিলদের বিরুদ্ধে শ্রীলঙ্কায় অত্যাচারে জনতার ক্ষোভ রয়েছে বলে তামিলনাড়ুর সেই সময়ের মুখ্যমন্ত্রী জয়ললিতা প্রধানমন্ত্রী মনমোহন সিং’কে চিঠি লিখেছিলেন। যাতে আইপিএলে শ্রীলঙ্কান ক্রিকেটারদের খেলার অনুমতি না দেওয়া হয় সেই বিষয়ে আবেদন করেছিলেন তিনি। এর ফলে বিসিসিআই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ঘরের মাঠে চিপকে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সেই সময় নিষিদ্ধ করেছিল। যার মধ্যে ছিলেন কিংবদন্তি স্পিনার মরলীধরন (Muttiah Murlidharan)।