৪) লুক পোমারসবাখ-

২০১২ সালে আইপিএল চলাকালীন দিল্লির এক পাঁচতারা হোটেলে মদ্যপ অবস্থায় এক আমেরিকান মহিলাকে শ্লীলতাহানি করেছিলেন লুক পোমারসবাখ (Luke Pomersbach)। এই ঘটনায় দিল্লি পুলিশ তাকে আটক করেছিল। তখন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) দলের সদস্য ছিলেন। এই লজ্জাজনক ঘটনার পর লুককে আরসিবি বরখাস্ত করে।