৩) স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার-

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালী ‘বল টেম্পারিং’ কান্ডে জড়িয়ে পড়েন স্টিভ স্মিথ (Steve Smith) এবং ডেভিড ওয়ার্নারের (David Warner) মতো তারকা। দোষী সাব্যস্ত হওয়ায় এই দুই তারকাকে এক বছরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে ২০১৮ সালে আইপিএলেও বিসিসিআই (BCCI) স্মিথ এবং ওয়ার্নারকে নিষিদ্ধ করে।