TOP 5: জাদেজা থেকে ওয়ার্নার, মুস্তাফিজুর ছাড়াও এই ৫ ক্রিকেটার IPL থেকে নিষিদ্ধ হয়েছিলেন !! 1

১) এস শ্রীশান্ত-

TOP 5: জাদেজা থেকে ওয়ার্নার, মুস্তাফিজুর ছাড়াও এই ৫ ক্রিকেটার IPL থেকে নিষিদ্ধ হয়েছিলেন !! 2
S Sreesanth | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে স্পট ফিক্সিং মামলা কালো অধ্যায় হয়ে রয়ে গেছে। ২০১৩ সালে এই কেলেঙ্কারি কান্ডে প্রধান মুখ হিসাবে এস শ্রীশান্তের (S Sreesanth) নাম সামনে উঠে আসে। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে ম্যাচ খেলার সময় বুকিদের সংকেত দেওয়ার জন্য পকেটে তোয়ালে রেখেছিলেন তিনি। পরবর্তীকালে এই ঘটনা আদালতেও প্রমাণ হয়। ৭ বছর সমস্ত রকমের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় শ্রীশান্তকে। এর ফলে স্বাভাবিকভাবেই তাকে আইপিএল থেকেও নিষিদ্ধ করা হয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *