সানরাইজার্স হায়দ্রাবাদ
এই বছর আইপিএল এ হায়দ্রাবাদ দল একদম বাজে পারফর্মেন্স করেছে সে কথা সবাই জানে। হায়দ্রাবাদ দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নার আগামী মরসুমে হায়দ্রাবাদ দলের হয়ে খেলবেন না সেটা তিনি কার্যত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তাই হায়দ্রাবাদ দল ব্রাভো কে নেবার জন্য ঝাঁপাবে কারণ ব্রাভো যেমন একধারে ডেথ ওভার স্পেশালিস্ট বোলার অপরদিকে তিনি একজন দুর্দান্ত পাওয়ার হিটার ব্যাটসম্যান।