প্রতিটা দেশের নিজস্ব ঘরোয়া ক্রিকেট লীগ থাকে যেখান থেকে তরুণ ক্রিকেটাররা নিজেদের যোগ্যতা প্রমান করে পরবর্তীতে জাতীয় দলের হয়ে অভিষেক করে থাকেন। তাই ঘরোয়া ক্রিকেটকেই তরুণ ক্রিকেটাররা পাখির চোখ হিসাবে বেছে থাকেন।
ভারতীয় ক্রিকেটেও যে সমস্ত ঘরোয়া লীগ খেলা হয় সেগুলিও বেশ জনপ্রিয়। ভারতীয় এই ঘরোয়া ক্রিকেট লীগ গুলির মধ্যে সৈয়দ মুস্তাক আলী ট্রফি একটি অন্যতম জনপ্রিয় ট্রফি যেটি খেলা হয় টি-২০ ফরম্যাটে। ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্য থেকে দল এই ট্রফিতে অংশগ্রহন করে থাকে। এই বছর তামিলনাড়ু টিম কর্ণাটককে ফাইনাল ম্যাচে হারিয়ে এই বছরের সৈয়দ মুস্তাক আলী ট্রফি জয়লাভ করেছে। আমরা এখানে এমন ৫জন তরুণ ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা এই বছর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অসাধারণ পারফর্মেন্স করার সুবাদে আগামী আইপিএল এ সুযোগ পেতে পারে বলে মনে করা যাচ্ছে।
Read More: IPL 2022: এই দুর্দান্ত খেলোয়াড়দের ধরে রাখেনি তাদের টিম, শিগগিরই হতে পারেন আহমেদাবাদ দলের অধিনায়ক !!
দর্শন নালকাণ্ডে
২৩ বছর বয়সী ফাস্ট বোলার যিনি বিদর্ভের হয়ে খেলে থাকেন। দর্শন এই বছর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তার অসাধারণ বোলিং পারফর্মেন্স দেখিয়ে মোট ১৩ টি উইকেট শিকার করেছেন। তিনি ডমিফাইনাল ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে ৪ বলে ৪ টি উইকেট নিয়েছিলেন এবং অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তিনি মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে দলকে ম্যাচ জিতিয়েছিলেন। তার এই পারফর্মেন্সের ওপর ভিত্তি করে তিনি আগামী আইপিএল এ সুযোগ পেতেই পারেন। যদিও তিনি পাঞ্জাব কিংসের অংশ ছিলেন কিন্তু তাকে কোনো ম্যাচে সুযোগ দেয়নি।