এশিয়া কাপ ২০১৮: এশিয়া কাপের জন্য তিন বছর পর ওয়ানডে দলে ডাক পেলেন তারকা ক্রিকেটার 1

আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০১৮ এর আসর। জমজমাট এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই অংশগ্রহন করা দেশগুলো নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। সর্বপ্রথম দল ঘোষণা করেছিল বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পূর্ব ঘোষিত দলে আরেকজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে তারা।

প্রায় তিন বছর পর আবারও ওয়ানডে দলে ডাক পেয়েছেন দেশেটির তারকা টপ-অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। এর ফলে পূর্ব ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড এখন ১৬ সদস্যের দলে পরিণত হয়েছে। মুমিনুলের হঠাৎ দলে ডাক পাওয়া পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আরেক টপ-অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর ইনজুরি।

এশিয়া কাপ ২০১৮: এশিয়া কাপের জন্য তিন বছর পর ওয়ানডে দলে ডাক পেলেন তারকা ক্রিকেটার 2

গত ৩০ আগষ্ট ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে এশিয়া কাপের জন্য প্রস্তুতি নেয়ার সময় আঙ্গুলে চোট পান এই তরুণ ক্রিকেটার। তাঁর বর্তমান অবস্থা সমন্ধে এখনো বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারেননি। আগামী শুক্রবার মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই বুঝা যাবে আসলে তিনি এশিয়া কাপে খেলতে পারেবন কিনা। আর ইনজুরি থেকে সেরে উঠতে পারলেও মাঠে ফিরে মানিয়ে নেয়াটাও একটি কষ্টকর ব্যাপার।

তাই কোন ধরনের ঝুঁকি না নিয়ে দলে আরেকজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মুমিনুলকে দলে অন্তর্ভক্ত করা হলেও দল থেকে বাদ পড়েননি শান্ত। যদি মেডিকেল রিপোর্টে খারাপ কিছু না আসে তাহলে এশিয়া কাপের দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি।

এশিয়া কাপ ২০১৮: এশিয়া কাপের জন্য তিন বছর পর ওয়ানডে দলে ডাক পেলেন তারকা ক্রিকেটার 3

উল্লেখ্য যে, মুমিনুল শেষ বারের মত বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০১৫ সালে। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন তিনি। এরপর টেস্টে নিয়মিত খেললেও ওয়ানডে দলে নিজের জায়গা খুঁজে পাননি। তবে সম্প্রতি ব্যাট হাতে নির্বাচকদের নজড় কেড়েছেন এই বামহাতি ব্যাটসম্যান। আয়ারল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে ১৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন গত মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দলঃ

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *