১. প্রসিদ্ধ কৃষ্ণ
ইতিমধ্যে নির্বাচকদের নজরে এসেছেন এই ভারতীয় পেসার।সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন যে আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় বোলিং বিভাগের একজন সারপ্রাইজ প্যাকেজ করতে পারেন তরুণ বোলার প্রসিদ্ধ ।
কর্নাটকের এই পেসারের লিস্ট এ ক্রিকেট এর পারফরম্যান্স খুবই প্রশংসনীয়। খেলেছেন ৪১ ম্যাচ, নিয়েছেন ৬৭ উইকেট। ইকোণমি রেট ৫.১ ।তার অন্যতম বৈশিষ্ট্য তিনি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বোলিং করতে পারেন যা একজন পেসারের অন্যতম গুন।
২০১৮ এবং ২০১৯ এর আইপিএলে খেলতে দেখা গেছে প্রসিদ্ধ কৃষ্ণকে। তিনি খেলেছেন ১৮ টা ম্যাচ, উইকেট সংখ্যা ১৪ । অব্যর্থ লক্ষ্য এবং দুরন্ত লাইন লেন্থ এ পেসারের বোলিং রীতিমতো নজর কেড়েছে সকলের।