বলের গতি ১৫০, তা সত্ত্বেও এখনও হয়নি টিম ইন্ডিয়ায় জায়গা 1
২. কমলেশ নাগারকোটিবলের গতি ১৫০, তা সত্ত্বেও এখনও হয়নি টিম ইন্ডিয়ায় জায়গা 2

ভারতীয় ক্রিকেট জগতে এইমুহুর্তে অন‍্যতম উদীয়মান পেসার হলেন কমলেশ নাগারকোটি।২০১৯ এর অনুর্ধ ১৯ বিশ্বকাপে ভারতের হয়ে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।প্রায় ১৪০ কিমি ‘ গতিতে নিয়মিত বোলিং করতে পারেন এই বোলার।

ঘরোয়া ক্রিকেটে ২০১৬ – ১৭ সালে বিজয় হাজারে রাজস্থানের হয়ে অভিষেক হয় কমলেশের।প্রথম ম‍্যাচে বিশেষ কিছু করে উঠতে না পারলেও পরবর্তী ম‍্যাচে গুজরাটের বিরুদ্ধে তার পারফরম্যান্স ছিলো দুরন্ত।হ‍্যাটট্রিক করার পাশাপাশি ব‍্যাট হাতে করেছিলেন অর্ধশতরান।

তার দুরন্ত পারফরম্যান্সের ফলস্বরূপ পরবর্তী সময়ে তাকে দলে নেই কলকাতা নাইট রাইডার্স।যদিও আইপিএলে চোটের দরুণ খেলা হয়ে ওঠেনি এই বোলারের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *