বলের গতি ১৫০, তা সত্ত্বেও এখনও হয়নি টিম ইন্ডিয়ায় জায়গা 1
৩. তুষার দেশপান্ডেবলের গতি ১৫০, তা সত্ত্বেও এখনও হয়নি টিম ইন্ডিয়ায় জায়গা 2

২০১৮ – ১৯ এর রঞ্জি ট্রফি মরশুমে প্রথমবার খবরের শিরোনামে আসেন তুষার দেশপান্ডে।সেই বার কোয়ার্টার ফাইনাল ম‍্যাচে পাঁচ উইকেট নিয়ে ঋতিমতো ক্রিকেট মহলে চর্চার বিষয়ে হয়ে ওঠেন এই প্রতিভাবান ক্রিকেটার। তার এমন পারফরমেন্সে জেরে পরবর্তী সময়ে জয়ের রাস্তা খুঁজে পায় মুম্বাই।

২০ টা টি টোয়েন্টি ম‍্যাচে তিনি নিয়েছিলেন ৩১ টা উইকেট।সর্বোচ্চ পারফরম্যান্স ৪ উইকেটের বিনিময়ে ১৯।তার ভালো পারফরম্যান্সের ফলস্বরুপের জেরে ২০২০ সালে আইপিএলে’র নিলামে তাকে দলে নিয়েছে দিল্লি ক‍্যাপিটালস।

প্রায় ১৫০ কি.মি গতিবেগে বোলিং করতে পারেন এই বোলার।ইতিমধ‍্যে নজর কেড়েছেন অনেকের, অনেকেই মনে করেন খুব শীঘ্রই জাতীয় দলে ডাক পেতে পারেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *