বলের গতি ১৫০, তা সত্ত্বেও এখনও হয়নি টিম ইন্ডিয়ায় জায়গা 1
৫. আবেশ খানবলের গতি ১৫০, তা সত্ত্বেও এখনও হয়নি টিম ইন্ডিয়ায় জায়গা 2

২০১৬ সালে অনুর্ধ ১৯ বিশ্বকাপ চলাকালীন এই বোলার নজরে এসেছিলেন সকলের‌।সে বছর টুর্নামেন্টে ১২টি উইকেট নিয়েছিলেন তিনি।প্রসঙ্গত, ঘন্টায় ১৪৫ কিলোমিটার বেগে বোলিং করতে পারেন এই বোলার।

গতবারের রন্জি মরশুমে এই ক্রিকেটার মধ‍্যপ্রদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন।সাত ম‍্যাচে ৩৫ উইকেট নিয়েছিলেন তিনি।বর্তমানের সময়ের বোলারদের মতো আবেশ’ও সবদিকে বল সুইং করতে পারে।

অনেক ক্রিকেটারের ন‍্যায় আবেশের জীবনেও চোট এসেছে, সেই চোটের জেরে তাকে বেশ কিছুসময় থাকতে হয়েছে মাঠের বাইরে।যদিও মাঠে ফেরার পর নিজের বোলিংয়ের গতির দিকে নজর দিয়েছিলেন এই বোলার।এইমুহুর্তে প্রায় ১৫০ কি.মি / প্রতি ঘন্টা হিসেবে বোলিং করতে পারেন এই বোলার।

জাতীয় দলে এখনও সুযোগ না হলেও, ভারতীয়” এ ” দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যায় আবেশ কে।সাম্প্রতিক সময়ে তাকে ” এ ” দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *