শেহওয়াগের টুইট মানে কোনও না কোনও চমক। আর তা যখন নিজের প্রিয় মানুষকে নিয়ে, তখন তা।আরও বেশি জৈলুসময় হবে তা বলাই বাহুল্য। আজ ৮ ই জুলাই ৪৭ এ পা দিলেন কিংবদন্তী ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। গোটা দিন ধরেই অভিনন্দন- উইশের বন্যা বয়ে যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে।এক্ষেত্রে একদিকে যেমন আছে ,তার ভক্তরা, ঠিক তেমন অন্যদিকে রয়েছে তার সতীর্থ ক্রিকেটারেরা।তালিকায় আছেন এক সময় কার ভারতীয় ক্রিকেট দলের বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ।
” প্রিয় দাদা ” র জন্মদিনে টুইটে তাকে নিয়ে সংখ্যার খেলায় মাতলেন শেহওয়াগ।এবং এই গোটা ঘটনার নিমিত্তে রয়েছে ২০০২ এর ন্যাটওয়েস্ট ট্রফির।কাইফের দুরন্ত ইনিংস শেষ অবধি লর্ডসের মাটিতে ইতিহাস সৃষ্টি করতে সাহায্য করেছিল ভারতীয় ক্রিকেট কে।শুধুমাত্র তাই নয়, ঐতিহাসিক লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই জার্সি ঘোরানো এখনো ভোলেনি দেশের মানুষ, যা ইতিমধ্যে পৌঁছে গেছে আবেগের পর্যায়ে।
দাদার জন্মদিনে সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি টুইট করলেন শেহওয়াগ।দাদাকে উইশ করলেন খানিকটা অদ্ভুত ভাবে। টুইট করে বিরু লেখেন, শুভ জন্মদিন ৫৬’ অধিনায়ক দাদা, ৫৬ ইঞ্চির ছাঁতি ,সাত নম্বর মাসের আট নম্বর দিন। অর্থাৎ ৭×৮ = ৫৬, বিশ্বকাপের গড় = ৫৬ । শুভ জন্মদিন দাদা ।
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টানা ১৬ টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড স্তব্ধ করে দিয়েছিল ভারত।ইডেনের মাঠে সেই ঐতিহাসিক টেস্ট জয় রয়েছে স্মৃতির মনিকোঠায়। লক্ষন – দ্রাবিড় জুটির সেই ঐতিহাসিক ৩৭৬ রানের পার্টনার শিপ এখনও ভুলতে পারিনি কেউ।
২০০০ সালে গোটা ভারতীয় ক্রিকেট দল যখন এক দারুন ডামাডোলের মধ্যে দিয়ে চলছে, ঠিক সেই সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।গোটা ভারতীয় ক্রিকেট দলের মানসিকতার বদল ঘটেছে দাদার অধিনায়কত্বে।
Happy Birthday to a 56” Captain , Dada @SGanguly99 !
56 inch chest,
8th day of the 7th month, 8*7 = 56 and a World Cup average of 56. #HappyBirthdayDada , May God Bless You ! pic.twitter.com/Dcgj9jrEUE— Virender Sehwag (@virendersehwag) July 8, 2019
ক্রিকেট কেরিয়ারের ৩১১ টি একদিবসীয় ম্যাচে ১১,৩৬৩ রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।একদিবসীয় ক্রিকেটে ভারতীয় ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি।