খুব শীঘ্রই চমকপ্রদ সিদ্ধান্ত নিতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বদলে যেতে পারে তাদের একদিবসীয় এবং টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক। দায়িত্ব তুলে দেওয়া হতে পারে অলরাউন্ডার কায়রন পোলার্ডের হাতে। প্রসঙ্গত, বর্তমানে এই দায়িত্বে আছেন যথাক্রমে জেসন হোল্ডার এবং ব্রেথ ওয়েট। গত ৭ ই সেপটেম্বর, পোর্ট অফ স্পেনে একটি মিটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে লজ্জার সিরিজ কেটেছে এই দলের।এক নাগাড়ে তারা হেরেছে টি টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট সিরিজে।যদিও শুধুমাত্র লিমিটেড ওভারের ক্রিকেটে অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে গেইলের দেশের ক্রিকেট বোর্ড।কারণ তারা মনে করেন হোল্ডারের নেতৃত্বে টেস্টে দারুণ উন্নতি করছে দল।
২০১৫ সালে সাউথ আফ্রিকা সফর থেকে হোল্ডার রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের দায়িত্বে।তার নেতৃত্বে ২০১৫ এবং ২০১৯ এর বিশ্বকাপ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ।এখনো অবধি ৮৬ টি একদিবসীয় ম্যাচে তার নেতৃত্বে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ।জিতেছে ২৪ টি ম্যাচ, হেরেছে ৫৪ টিতে।দুটো টাই এবং ছয়টি ম্যাচ আছে অমিমাংসিত।
অন্যদিকে আগষ্টের ২০১৬ থেকে এযাবৎ ৩০ টি ওয়ানডে ম্যাচে দেশকে অধিনায়কত্ব করেছেন ব্রেথওয়েট।যদিও ইংল্যান্ডে বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন হোল্ডার। বছর ৩৩ এর পোলার্ড, এখনো অবধি খেলেছেন ১০১ টি ওয়ানডে, ৬২ টি টোয়েন্টি।করেছেন যথাক্রমে ২,২৮৯ এবং ৯০৩ রান।নিয়েছেন ৫০ এবং ২৩ টি উইকেট। প্রসঙ্গত, ২০১৬ সালে আব – ধাবিতে পাকিস্তানের বিপক্ষে দেশের হয়ে শেষ বার ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন এই অলরাউন্ডার।২০১৯ এর বিশ্বকাপে রিজার্ভ দলে থাকলেও শেষ অবধি তার স্থান হয়নি মুল দলে।সম্প্রতি তাকে দেখা গেছিলো ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে।এমনকি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি এই সিরিজে।গোটা টি টোয়েন্টি সিরিজে তার রান সংখ্যা ছিলো যথাক্রমে ৪৯,৮* এবং ৫৮।