হার্দিক পান্ডিয়া দলে ফেরায় আরও নির্ভরতা পেলো ভারতীয় ক্রিকেট দল, মনে করেন লক্ষন 1

আসন্ন সাউথ আফ্রিকা সফরের প্রাকাল্লে ভারতীয় ক্রিকেট দলে ফিরেছেন তাদের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, বিশ্বকাপের পর হার্দিককে বিশ্রামে পাঠানো হয়েছিল। সুযোগ হয়নি তার ওয়েস্ট ইন্ডিজ সফরে।এবার ফের দলে ফিরলেন তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সফরে। একদিকে যেমন বোলিং, ঠিক তেমনই ব‍্যাটিংয়েও সাবলীল এই তারকা ক্রিকেটার। এবছর বিশ্বকাপটা দারুণ কেটেছে এই তারকা ক্রিকেটারের।নয় ইনিংসে করেছেন ২২৬ রান। পাশাপাশি বোলিং এও দলকে দিয়েছে নিরাপত্তা। এবার ফেলে এই তারকা অলরাউন্ডার দলে ফেরায় যে শক্তিশালী হলো ভারতীয় ক্রিকেট দল তা বলাইবাহুল‍্য।

হার্দিক পান্ডিয়া দলে ফেরায় আরও নির্ভরতা পেলো ভারতীয় ক্রিকেট দল, মনে করেন লক্ষন 2

এ বিষয়ে একটি সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন তারকা ব‍্যাটসম‍্যান ভি ভি এস লক্ষন জানিয়েছেন, ” ভারতের ব‍্যাটিং লাইন আপ অত‍্যন্ত শক্তিশালী, যা আসন্ন সিরিজে তাদের বাড়তি সাহায্য করবে।শুধুমাত্র তাই নয়, হার্দিক ফেরায় এই দল আরও নির্ভরতা পেয়েছে।”

শুধুমাত্র তাই নয়, তার বক্তব্য আরো বেশি করে সুযোগ দেওয়া হোক মনিশ পান্ডে কে।তার বক্তব্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ দলে থাকলেও তেমন সুযোগ হয়নি এই ক্রিকেটারের,তাই তিনি চাইছেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ দিয়ে একবার দেখে নেওয়া হোক মনীশকে। পাশাপাশি তিনি চাইছেন এবার টি টোয়েন্টি ক্রিকেটে নিজেকে প্রমাণ করূক শিখর ধাওয়ান।কারণ সাম্প্রতিক সময়ে কুড়ি- বিশের ফর্ম‍্যাটে একেবারে ধারাবাহিক ছন্দে পাওয়া যায়নি এই ধুন্ধুমার ব‍্যাটসম‍্যানকে।

হার্দিক পান্ডিয়া দলে ফেরায় আরও নির্ভরতা পেলো ভারতীয় ক্রিকেট দল, মনে করেন লক্ষন 3

” আসছে বছর টি টোয়েন্টি বিশ্বকাপ।তাই ভারতীয় ক্রিকেট ম‍্যানেজমেন্টের এখনই দেখে নেওয়া উচিত রোহিত শর্মার সাথে ওপেন করার মতো জায়গায় আছেন কিনা। কারণ এবছর টি টোয়েন্টি ক্রিকেটে বিশেষ কিছু করে দেখাতে পারেনি শিখর। অথছ এইমুহুর্তে অন‍্যান‍্য ক্রিকেটারেরাও এক্ষেত্রে দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে।” অন‍্যদিকে ভারতের বোলিং বিভাগে এইবার লক্ষ‍্য করা যাচ্ছে একাধিক তরুণ ক্রিকেটারকে।দলে আছেন নভদীপ সাহানি, দীপক চাহাল, খলিল আহমেদ।এবিষয়ে জানতে চাওয়া হলে এই প্রাক্তন ক্রিকেটার বলেন, ” গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সাইনি দেখে বুঝেছি ওকে যদি ঠিক ভাবে পরিচর্যা করা হয় তাহলে আগামী দিনে ভারতের হয়ে আরেক তারকা বোলারকে পেতে চলেছি আমরা ওর পেসটাই ওর ” এক্স ফ‍্যাক্টর “।

আজ প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে ধর্মশালায় সাউথ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *