প্রাক্তন সাউথ আফ্রিকান তারকা ক্রিকেটার ল্যান্স ক্লুজনার নির্বাচিত হলেন আফগানিস্তানের কোচের পদে।ক্রিকেটের মানচিত্রে ক্রমশ নিজেদেরকে উন্নত করে তুলছে এই দেশ, তাই স্বাভাবিক ভাবেই ক্লুজনারের অভিজ্ঞতা রাশিদদের আরও বড়ো পরিসরে মেলে ধরতে সাহায্য করবে তা বলাই বাহুল্য। ইতিমধ্যে কোচ হিসেবে একাধিক দলের হয়ে কাজ করেছেন ক্লুজনার।বিভিন্ন ঘরোয়া ক্রিকেটের দল তো আছেই, তার পাশাপাশি রয়েছে জিম্বাবোয়ে , সাউথ আফ্রিকার টেস্ট দলের ব্যাটিং কোচের। ভুমিকায় কাজ করার অভিজ্ঞতা।নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগে কোচের দায়িত্ব নিতে চলেছেন তিনি।
ফিল সিমন্সকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দপ্তরে জমা পড়েছিলো ৫০ টি আবেদন পত্র।ক্লুজনারকে কোচের পদে নিয়োগ করার পর এসিবি লুফতুল্লাহ স্টানিকজাই এর বক্তব্য, ” ক্রিকেট জগতের এক অন্যতম বিখ্যাত নাম লান্স ক্লুজনার।এখন দেখার বিষয়ে ক্রিকেটার এবং কোচ হিসেবে তার অভিজ্ঞতা কেমন ভাবে সাহায্য করে আমাদের ছেলেদের সাহায্য করে ” ।
এই খবর প্রকাশ্যে আসার পর ক্লুজনার জানিয়েছেন অত্যন্ত খুশি তিনি। তার বক্তব্য, ” আমি অত্যন্ত খুশী এবং গর্বিত এমন একটি সুযোগ পেয়ে।এমন প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।আফগানিস্তান ক্রিকেট দলের ফিয়ারলেস ক্রিকেট খেলার জন্য গোটা বিশ্ব জুড়ে বন্দিত।আমি আশাবাদী কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা ক্রিকেট জগতে নিজেদের তুলে ধরতে পারবো।”
সাউথ আফ্রিকার হয়ে ১৭১ টি ওয়ানডে,৪৯ টি টেস্ট, ১৯৭ প্রথম শ্রেনীর ম্যাচ এবং ৩২৪ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন ক্লুজনার।রান সংখ্যা যথাক্রমে ৩৫৭৬ ওয়ানডে,৯৫২১ প্রথম শ্রেণীর ম্যাচে ৬৬৪৮ লিস্ট এ ।ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচ হওয়ার সিদ্ধান্ত নেন ক্লুজনার।