দিন দিন ক্রমশ ভারতীয় ক্রিকেট দলের অপরিহার্য অংশ হয়ে উঠছেন জসপ্রীত বুমরাহ। তার এক একটি স্পেল যেকোনও সময় দলের পক্ষে ঘুরিয়ে দিচ্ছে ম্যাচের মোড়। গোটা বিষয়টি নিয়ে যখন গোটা বিশ্ব জুড়ে তীব্র আলোচনা, ঠিক তখন এই ভারতীয় পেসারের টেস্টে সাফল্য পাওয়ার বিষয়ে অনেক আগের থেকে আশাবাদী ছিলেন প্রাক্তন তারকা ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। এবিষয়ে তিনি ভবিষ্যৎবানী করেছিলেন ২০১৩ সালে।
বছর ২৫ এর জসপ্রীত বুমরাহ, এই মুহূর্তে ভারতের বোলিং বিভাগের অন্যতম সদস্য।তার ধারাবাহিক ভাবে একের পর এক ম্যাচে দারুণ পারফরম্যান্সে মজেছেন বিশ্বের প্রাক্তন তাবড় তাবড় ক্রিকেটারেরা।
২০১৬ সালের জানুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জসপ্রীত বুমারহ’র। যদিও টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয় ২০১৮ এর জানুয়ারি মাসে। এখনো অবধি তিনি খেলেছেন ১১ টি টেস্ট ম্যাচে ,৫৮ টি একদিবসীয় ম্যাচ এবং ৪২ টি টি টোয়েন্টি।এক্ষেত্রে তার উইকেটের সংখ্যা যথাক্রমে ৫৫,১০৩ এবং ৫১ ।এইমুহুর্তে একদিবসীয় ক্রিকেটে ১ নম্বর বোলার বুমরাহ,টেস্টে সাত নম্বর।

২০১৩ সালে একটি রন্জী ট্রফির ম্যাচে বুমরাহ’র মুখোমুখি হয়েছিলেন যুবরাজ সিং।সেই সময় তিনি অনুভব করেন বুমরাহ’র মধ্যে সকল প্রকার ক্ষমতা রয়েছে একজন সফল টেস্ট ক্রিকেটার হয়ে ওঠার।তার মতোর বোলার শতাব্দীতে একবার আসে বলেই তখন ধারণা ছিলো যুবরাজের।
সম্প্রতি বিসিসিআই’ কে দেওয়া একটি সাক্ষাৎকারে যুবরাজ বলেন, ” বুমরাহ অসাধারণ, শতাব্দীতে একবারই আসে ওর মতো একজন বোলার। আমি ২০১৩ সালে মোহালিতে একটি রন্জী ম্যাচে প্রথম বারের মতো ওর মুখোমুখি হই। ওর মুখোমুখি হওয়া কালীন আমার মনে হয়েছিল ভারতীয় টেস্ট ক্রিকেট দল একজন ম্যাচ উইনার কে পেয়ে গেছে।”
Congratulations @Jaspritbumrah93 on your hatrick ‘ someone like you totally deserves it ! Rather I’m not surprised because your world no 1 and that’s how you show it 👊🏽👊🏽👊🏽
— Yuvraj Singh (@YUVSTRONG12) September 1, 2019
তার অদ্ভুত বোলিং এ্যকশন ঋতিমতো চর্চার একটি বিষয়ে।কেরিয়ারের শুরুতে সাফলতা পেলেও অনেকেই মনে করেছিলেন টেস্টে সাফলতা পাবেন না বুমরাহ। যদিও বর্তমানে সকলকে ভুল প্রমাণিত করেছেন তিনি।এদিন সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেও মুখ খুলেছিলেন যুবি।তার বক্তব্য, ” সেই সময় অনেকে প্রশ্ন তুলেছিল ওর (বুমরাহ) বোলিং এ্যকশনের জন্য হয়তো টেস্টে খুব একটা সাফলতা পাবে না। এখন তার সব সমালোচককে চুপ করিয়ে দিয়েছে ওর বোলিং এর মাধ্যমে।”
যুবরাজ এবং বুমরাহ একসাথে ২৬ টি আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।এরমধ্যে আছে ১৮ টি ওয়ানডে এবং ৮ টা টি টোয়েন্টি। শেষ বার দুজনকে একসাথে খেলতে দেখা গেছে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে। প্রসঙ্গত,এই দলের হয়ে প্রথম থেকে খেলছেন বুমরাহ, অন্যদিকে এবারের আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন যুবি।