সাদা বলের ক্রিকেটে সম্প্রতি নিজেকে এক অন্যমাত্রায় নিয়ে গেছেন রোহিত শর্মা।এবারের বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়েছেন। কিন্তু চলতি এন্টিগুয়া বিরুদ্ধে টেস্ট দলে স্থান হয়নি এই ভারতীয় ক্রিকেটারের।এইবার এই ক্রিকেটারের হয়ে সুর তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহার উদ্দিন। এইমুহুর্তে আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ের ২ নম্বর ব্যাটসম্যান রোহিত।২০১৯ এর বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি।কোহলির মতো একদিবসীয় ক্রিকেটে একাধিক রের্কড ভেঙেছেন রোহিত ।
ভারতের তৃতীয় সবচেয়ে বেশী শতরান সংগ্রাহক এখন রোহিত ” হিটম্যান ” শর্মা।এইমুহূর্তে তার নামের পাশে রয়েছে ২৫ টি শতরান।আছে একাধিক দ্বিশতরানের ইনিংস একদিবসীয় ক্রিকেটে।যদিও তার টেস্ট ক্রিকেটে রেকর্ড খানিকটা নিস্প্রভ।২০১৩ সালে টেস্ট কেরিয়ারের শুরুতে দুটো শতরান করেছিলেন রোহিত। এন্টিগুয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দলে সুযোগ পেয়েছেন হনুমা বিহারী।ব্যাটিং টাও যেমন , ঠিক তেমনই পার্ট টাইম স্পিনার হিসেবেও যথেষ্ট কার্যকর হনুমা। আর ঠিক এই বিষয়টির জন্য তার স্থান হয়েছে রোহিতের বদলে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আজহার জানিয়েছেন রোহিতের উচিত টেস্ট দলে জায়গা পাওয়া। ” আমার মনে হয় ইতিমধ্যে যথেষ্ট সুযোগ পেয়েছে হনুমা।আর দলে যখন রোহিতের মতো ক্রিকেটার রয়েছে তখন তাকে প্রথম একাদশের বাইরে রাখার মানে হয়না।কারণ আমার মতে ওর রেকর্ড খুব একটা খারাপ না।ও একদিবসীয় ক্রিকেটে যেমন পারফরম্যান্স দিচ্ছে, সুযোগ পেলে টেস্টেও এমনটা করবে বলে ধারণা আমার ” মন্তব্য আজহারের। এমনকি কে এল রাহুলের বদলে টেস্টে রোহিতের সুযোগ পাওয়া উচিত বলেই মনে করেন আজহার।কারণ তিনি মনে করেন একের পর এক সুযোগ পেয়েও খুব বিশেষ কিছু করে উঠতে পারেনি রাহুল।তাই তার বদলে রোহিতকে খেলিয়ে দেখা যেতে পারে বলেই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক।
প্রসঙ্গত, ২০১৮ সালে মেলবোর্নে বক্সিং ডে ” টেস্ট ” ম্যাচে দেশের হয়ে শেষবার টেস্ট খেলেন রোহিত।