ভারতের বিরুদ্ধে হারের পর থেকেই এক অদ্ভুত বদল এসেছে গোটা পাকিস্তান শিবির জুড়ে।পর পর তারা হারিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে।এর মধ্যে দিয়ে ইতিমধ্যে নিজেদের সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলো তারা।বুধবার চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের জয়রথ থামিয়ে দিয়েছিলো ” সবুজ বাহিনী ” ।ম্যাচে দুরন্ত সেন্চুরি করেছিলেন বাবর আজম, এছাড়াও ভালো খেলেছিলেন হ্যারিস সোহেল।গতদিনের মতো এদিন ও আরও একটি দারুন ইনিংস খেলে দেশকে চলতি বিশ্বকাপে এনে দিলেন জয়।এদিন জয়ের সুবাদে লিগ টেবিলের ছয় নম্বরে উঠে এলো পাকিস্তান।
সেমিফাইনালে যাওয়ার দৌড়ে টিকে থাকতে হলে কিউয়িদের হারাতেই হতো সরফরাজদের।কিন্তু আক্ষরিক অর্থে সেই কাজ যে কতো কঠিন ছিলো সে বিষয়ে কিছু বলা আর বিশেষ অপেক্ষা রাখেনা।কারন চলতি বিশ্বকাপে শুরু থেকেই দুরন্ত ছন্দে আছে নিউজিল্যান্ড।পাকিস্তানের কাছে হারার আগে একটিও ম্যাচ হারেনি তারা এই টুর্নামেন্টে।তাই তাদের রুখে দেওয়ার জন্য অবশ্যই সাধুবাদ প্রাপ্য সরফরাজদের।
এদিন ফের ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দিলেন তারকা পাক ব্যাটসম্যান বাবর আজম।সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলে একের পর এক ম্যাচে দুরন্ত সব পারফরম্যান্স এর মধ্যে দিয়ে নিজেকে যে এক অন্যমাত্রায় নিয়ে গেছেন এই পাক ব্যাটসম্যান।সেক্ষেত্রে একটি কথা না বললেই নয় যে চলতি বিশ্বকাপে তার ব্যাটের উপর অনেকটাই নির্ধারিত হতে চলেছে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব।
এদিন ” মাস্ট উইন ” ম্যাচে তার ব্যাট থেকে এলো একটি ঝকঝকে শতরান, যা জয় এনে দিল পাকিস্তান ক্রিকেট দল কে।ক্রমশ পাক ক্রিকেট দলের ” ম্যাচ উইনার ” হয়ে উঠেছেন বাবর।দলের কঠিন মুহূর্তে তার একের পর এক বুদ্ধিদীপ্ত ইনিংস নির্ভরতা এনে দিচ্ছে দলকে।
এইবার এই তারকা ক্রিকেটারের প্রশংসায় মজলেন প্রাক্তন তারকা গ্রান্ট ফ্লাওয়ার।বর্তমান পাক দলের ব্যাটিং কোচ হওয়ার দরুন বাবরের প্রতিভার বিচ্ছুরণ একেবারে সামনে থেকেই দেখেন ফ্লাওয়ার।বর্তমানে পাক দলের এই গুরুত্বপূর্ণ সদস্য কে ” খুবই স্পেশাল ” মনে হয় তার।শুধু তাই নয়, তার রানের ক্ষিদের সাথে ভারত অধিনায়ক বিরাট কোহলির সাদৃশ্য খুঁজে পান তিনি ,এদিন এমনটাই জানিয়েছেন ফ্লাওয়ার।প্রসঙ্গত, বাবরকে ইতিমধ্যে অনেকে পাকিস্তানের কোহলি বলে ডাকছেন অনেকে যদিও বিষয়টি মানতে অরাজি এই তারকা ক্রিকেটার।কারন তিনি মনে করেন কোহলির মতো ধারাবাহিক ভাবে দারুণ পারফরম্যান্স করে যাওয়ার জন্য তাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে।যদিও ভারত অধিনায়ক কে দেখে তিনি অনেক কিছু শেখার চেষ্টা করেন বলেই জানিয়েছেন।
বাবরের মধ্যে আগামী দিনের তারকা হয়ে ওঠার সমস্ত মশলা মজুদ বলেই মনে করেন ফ্লাওয়ার।অন্যদিকে চলতি বিশ্বকাপে লিগ পর্যায়ে পাকিস্তান দলের আর দুটি মাত্র ম্যাচ বাকী রয়েছে।যদি দুটোতেই জিততে পারে সরফরাজরা তাহলে এবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌছে যাবে তারা।