the-five-youngest-cricketers-who-made-the-ipl-debut-with-the-explosion
১. প্রয়াস রায় বর্মণ ( ১৬ বছর, ১৫৭ দিন )

পাঁচ কনিষ্ঠতম ক্রিকেটার, যারা বিস্ফোরণের সাথে করেছিল আইপিএলের সুচনা 1

২০১৯ এ আইপিএলে’র অভিষেকে রেকর্ড সৃষ্টি করেন প্রয়াস রায় বর্মণ।তিনি হলেন আইপিএলে’ র ইতিহাসে কনিষ্ঠতম অভিষেক কারী ক্রিকেটার।মাত্র ১৬ বছর, ১৫৭ দিনে ব‍্যাঙ্গালোরের হয়ে অভিষেক হয় তার।১.৫ কোটি টাকার বিনিময়ে তাকে দলে নেয় বিরাটের দল।খেলেন একটি ম‍্যাচ।ম‍্যাচে নিজের প্রথম ওভারে মাত্র ৬ রান দিলেও, চার ওভার শেষে ৫৬ রান দেন তিনি।যদিও ম‍্যাচে শুধুমাত্র তিনি একা নন, হায়দ্রাবাদের ওয়ার্নার এবং ব‍্যারিস্টোর কাছে পাত্তা পাইনি কেউই।

ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স ভালো হলেও,আইপিএলে মাত্র একটা ম‍্যাচ খেলেছেন এই ক্রিকেটার।এবছর দল পাননি তিনি, যদিও পরবর্তী সময়ে তারকা হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই ক্রিকেটারের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *