the-five-youngest-cricketers-who-made-the-ipl-debut-with-the-explosion
২.মুজিব উর রহমান ( ১৭ বছর , ১১ দিন )

পাঁচ কনিষ্ঠতম ক্রিকেটার, যারা বিস্ফোরণের সাথে করেছিল আইপিএলের সুচনা 1

২০১৮ সালে আইপিএল নিলামে অন‍্যতম আকর্ষণ ছিলো এই তরুণ আফগানিস্তানের স্পিনার।নিলামে তাকে দলে নেওয়াকে কেন্দ্র করে দারুণ লড়াই জমে ওঠে একাধিক আইপিএলে’র দল গুলোর মধ্যে।যদিও শেষ অবধি বাজিমাত করে কিংস ইলেভেন পান্জাব।

দেশের হয়ে অভিষেক ম‍্যাচে ক্রিকেটের ইতিহাসে নাম তুলে ফেলেন মুজিব।তিনি হলেন প্রথম পুরুষ ক্রিকেটার যিনি একবিংশ জন্ম নেওয়া আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ক্রিকেটার।পরবর্তী সময়ে ফের আরও একবার রেকর্ড বুকে স্থান করে নেন মুজিব।কনিষ্ঠ তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক একদিবসীয় ম‍্যাচে একম‍্যাচে ৫ উইকেট নেওয়ার রেকর্ড টি তার দখলে।

আইপিএলে’র প্রথম মরশুম দুরন্ত কাটে মুজিবের।১১ ম‍্যাচে নেন ১৪ উইকেট।যদিও পরের মরশুমে চোটের দরুন দলের বাইরেই থাকতে হয় এই ক্রিকেটারের।তার দল- ও বিশেষ কিছু করে উঠতে পারেনি আইপিএলে।তবুও তাকে ছাড়েনি তার দল।নিঃসন্দেহে এবছর আইপিএলে পান্জাব দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন তা বলাই বাহুল্য।নিজের ১৭ তম জন্মদিনের মাত্র ১১ দিন আগে আইপিএলে অভিষেক হয় মুজিবুরের।এরপর আর ফিরে তাকাতে হয়নি এই আফগানিস্তানের তারকা ক্রিকেটারের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *