the-five-youngest-cricketers-who-made-the-ipl-debut-with-the-explosion
৪.সরফরাজ খান (১৭ বছর, ১৭৭ দিন )

পাঁচ কনিষ্ঠতম ক্রিকেটার, যারা বিস্ফোরণের সাথে করেছিল আইপিএলের সুচনা 1

ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে ক্রিকেট মহলে আলোচনায় উঠে আসেন সরফরাজ খান।তার বিধ্বংসী ব‍্যাটিং চোখ ধাঁধায় সকলের।২০১৫ সালে মাত্র সতেরো বছর বয়সে তার সুযোগ হয় রয়‍্যাল চ‍্যালেন্জার্স ব‍্যাঙ্গালোর দলে।সেই সময় তাকে বলা হয় ভারতের ক্রিকেটের উদীয়মান তারকা।সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার খুব একটা সময় নেয়নি সরফরাজ।যে ম‍্যাচে দলে থাকা তারকারা অর্থাৎ বিরাট, গেইল এবং ডে ‘ভিলিয়ার্স রা নজর কাড়তে ব‍্যাস্ত সেই ম‍্যাচে নিজেকে প্রমাণ করেন সরফরাজ ২৭ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলার মধ্যে দিয়ে।

২০১৮ এর আইপিএলের নিলামে আর. সি. বি দল সরফরাজ এবং কে . এল রাহুল, চাহালকে দলে রাখার সিদ্ধান্ত নেয়।অর্থাৎ তরুণ প্রতিভাদের উপর আস্থা রাখেন তারা।যদিও সেই মরশুম বিশেষ কিছু করে উঠতে না পারায় পরের বছর তাকে রিলিজ দিয়ে দেয় ব‍্যাঙ্গালোর কর্তৃপক্ষ, সেই বছর কিংস ইলেভেন পান্জাব দলের হয়ে সই করেন সরফরাজ।বাইশ বছর বয়সী সরফরাজের এইমুহুর্তে লক্ষ‍্য এবছর আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে পান্জাব দলকে সাহায্য করা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *