৪. স্যাম কুরান
পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাটসম্যানদের রীতিমতো চাপে ফেলেন স্যামসাং স্যামসাং
ফুল লেন্থ ডেলিভারি পাশাপাশি বল দুদিকেই সাবলীল সুইং করতে পারেন তিনি বোলিংয়ের পাশাপাশি তার জীবন্ত ব্যাটিং পারফরম্যান্স নির্ভরতা জোগায় ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে। তার দুরন্ত টাইমিং এবং কভার ড্রাইভ প্রশংসনীয়।
বিগত ছয়-সাত মাসে নিজের ব্যাটিংয়ে উন্নতি এনেছেন স্যাম। বদল ঘটেছে তার ফুটওয়াকে। স্পিনারদের বিরুদ্ধে তার ব্যাটিং প্রশংসনীয়।
বড় শট মারতে ভয় পায়না কুরান। ড্রাইভ এবং কাট এর মধ্যে দিয়ে খুঁজে নেন গ্যাঁপ।এছাড়া বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগ গুলোয় পারফরমেন্সের মধ্য দিয়ে নিজের ব্যাটিংয়ের উন্নতি সাধন করেছেন এই ইংল্যান্ড ক্রিকেটার।
গতবছর আইপিএলে কুরানের স্ট্রাইক রেট ছিলো ১৭২,এছাড়া সদ্য পাঁচ টি টোয়েন্টি ম্যাচে তার স্ট্রাইক রেট ছিলো ১৫২.১৭।