১. নতুন স্টেডিয়াম আহমেদাবাদ
গুজরাটের আহমেদাবাদে অবস্থিত দ্যা মতিরা স্টেডিয়ামটি ২০১৫ সালে সম্পূর্নভাবে ভেঙে ফেলার কারণে ২০১৬ আইপিএল সহ ২০১৬ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। তবে সংস্কার কাজ চলতে থাকা স্টেডিয়ামটির সম্পর্কে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হবে ১,১০,০০০। যার মাধ্যমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে অতিক্রম করে যাবে এই স্টেডিয়াম। আগামী দুই বছরের মধ্যে সংস্কার কাজ শেষ হবার উপর নির্ভর করছে এই স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপ আসরের ম্যাচ আয়োজন করা।