৩. ওয়াংখেরে স্টেডিয়াম, মুম্বাই২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আয়োজক ওয়াংখেরে স্টেডিয়াম ২০২৩ আসরেও ফাইনাল আয়োজনে রয়েছে কিছুটা এগিয়েই। যদিও এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৩৩,১০৮ জন তবুও রঙ ছড়ানো ম্যাচ দেখা যেতে পারে মুম্বাইয়ের এই স্টেডিয়ামটিতে। ২০১৬ টি-২০ বিশ্বকাপ চলাকালে ভারতের ম্যাচ না থাকা সত্ত্বেও দর্শকের কোনো কমতি ছিল না ওয়াংখেরে স্টেডিয়ামে। দর্শকের উপস্থিতির কথা মাথায় রেখে ২০২৩ বিশ্ব আসরের ফাইনাল এই স্টেডিয়ামে বসেই দেখার সুযোগ করে দিতে পারেন সংশ্লিষ্টরা।