ক্রিকেটাররা বছরে প্রচুর টাকা আয় করে থাকেন সেটা আমরা জানি। ক্রিকেটাররা যেমন ক্রিকেট খেলে আয় করেন তেমনি স্পনসরশিপ এর থেকেও তারা মোটা টাকা আয় করেন। সুতরাং ক্রিকেটারদের বাৎসরিক আয় ঠিক কতটা সেটা এনাদের কাছে যেকোনো অজানা। আমরা এখানে বিশ্বে ক্রিকেটের ১০জন ক্রিকেটারদের বাৎসরিক আয় নিয়ে আলোচনা করবো যেটা তারা এই বছর ২০২১ সালে কামিয়েছেন।
১) বিরাট কোহলি
বর্তমান ভারতীয় ক্রিকেটের অধিনায়ক তথা বিশ্বে ক্রিকেটে এই মুহূর্তে শ্রেষ্ট ব্যাটসম্যানদের মধ্যে একজন হলেন বিরাট কোহলি। কোহলি তার খেলার পাশাপাশি নিজের ফিটনেস এর জন্য সারা দুনিয়া তে বিখ্যাত হয়েছেন। ২০২১ সালের বিরাট কোহলির বাৎসরিক আয় হলো ২০৮ কোটি ৫৬ লক্ষ্য টাকা।