terror-threat-in-pakistan-amid-ct-2025

CT 2025: ২০০৯ সালে পাকিস্তানের মাটিতে এক ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছিলো শ্রীলঙ্কা ক্রিকেট দল। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টেস্ট ম্যাচ খেলার উদ্দেশ্যে টিম হোটেল থেকে রওনা দিয়েছিলেন মুথাইয়া মুরলীধরণ, মাহেলা জয়বর্ধনেরা (Mahela Jayawardene)। রাস্তায় টিম বাসের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে লস্কর-এ-জঙ্গভি জঙ্গিগোষ্ঠীর ১২ বন্দুকবাজ। একাধিক শ্রীলঙ্কান ক্রিকেটার আহত হয়েছিলেন। রিজার্ভ আম্পায়ার এহসান রাজার (Ahsan Raza) গায়ে দু’টি গুলি লাগে। ছয়জন পুলিশকর্মী ও দুই জন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছিলো এই ঘটনায়। এরপর এক দশক আইসিসি’র ‘কালো তালিকায়’ ছিলো পাকিস্তান। কোন রকম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পায় নি তারা। ২০১১ সালে ভারতের সাথে বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার কথা ছিলো পাকিস্তানের। কিন্তু ২০০৯-এর ঘটনার পর পাকিস্তানের বদলে আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ।

Read More: CT 2025: টুর্নামেন্ট শুরুর ৪ দিনের মধ্যেই বিদায় আয়োজক দেশ পাকিস্তানের, মুখ পুড়লো পিসিবির

পাকিস্তানে রয়েছে নাশকতার আশঙ্কা-

Mohsin Naqvi | CT 2025 | Image: Getty Images
Mohsin Naqvi | Image: Getty Images

ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাপে নিজেদের জায়গা ফিরে পাওয়ার চেষ্টায় পাকিস্তান। এক দশকের অপেক্ষা শেষে ২০১৯-এ শ্রীলঙ্কা দল টেস্ট খেলার জন্য পা রেখেছিলো সে দেশে। এরপর প্রায় সবক’টি প্রথম সারির দেশই পাকিস্তানের মাটিতে পা রেখেছে। ব্যতিক্রম কেবল ভারত। দুই দেশের কূটনৈতিক সমস্যা নতুন নয়। ২০০৮-এ মুম্বই হামলায় পাক যোগ প্রমাণিত হওয়ার পর থেকেই পড়শি দেশে যাওয়া বন্ধ করেছে টিম ইন্ডিয়া (Team India)। দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ বহুদিন। পাক ভূমিতে ক্রিকেট ফিরলেও ওয়াঘা পেরোনোর কোন রকম আগ্রহ দেখায় নি বিসিসিআই। ২০২৩-এর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব যখন পাকিস্তান পেয়েছিলো, তখনও আপত্তি তুলেছিলো টিম ইন্ডিয়া। শেষমেশ হাইব্রিড মডেলে আয়োজিত হয়েছিলো টুর্নামেন্ট। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ক্ষেত্রেও অবস্থান বদলায় নি তারা।

গত বুধবার থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। ভারত ছাড়া অংশগ্রহণকারী অন্য সাতটি দেশই খেলছে পাকিস্তানের মাটিতে। তাদের নিরাপত্তা নিয়ে কোন আপস করতে রাজী নয় পাক নিরাপত্তাসংস্থাগুলি। টুর্নামেন্টের মাঝপথে চিন্তা বাড়িয়েছে একটি গোয়েন্দা রিপোর্ট। আইসিসি টুর্নামেন্ট চলাকালীন নাশকতার পরিকল্পনা সাজাচ্ছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট, দাবী করা হয়েছে সেখানে। জানা গিয়েছে যে বিদেশী নাগরিকদের অপহরণ করতে পারে আইসিস, বিশেষ করে চীনা ও আরবের নাগরিকেরা রয়েছে জঙ্গি সংগঠনের রেডারে। ইতিমধ্যে এই বিষয়ে সতর্ক করা হয়েছে পাক প্রশাসনকে। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) সুষ্ঠু ভাবে আয়োজন করা পিসিবি ও পাক সরকার, উভয়ের ভাবমূর্তির জন্যই অত্যন্ত প্রয়োজনী। ২০০৯-এর পুনরাবৃত্তি যাতে ২০২৫-এ কোন ভাবে না হয় তা নিশ্চিত করতে জারি হয়েছে লাল সতর্কতা।

বিদায়ের মুখে পাকিস্তান-

Pakistan Cricket Team | CT 2025 | Image: Getty Images
Pakistan Cricket Team | CT 2025 | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজনের জন্য বহু কাঠখড় পোড়াতে হয়েছে পাক ক্রিকেট সংস্থাকে। বিসিসিআই-এর সাথে চলেছে দীর্ঘ টানাপোড়েন। এরপর স্টেডিয়ামের পরিকাঠামো সংস্কারের কাজেও এসেছে বিস্তর বাধা-বিপত্তি। যাবতীয় প্রতিকূলতাকে পিছনে ফেলে শেষমেশ লক্ষ্যে সফল হয়েছেন মহসীন নকভিরা। কিন্তু টুর্নামেন্টকে ঘিরে এত প্রস্তুতি, ক্রিকেটজনতার এত উৎসাহের সঠিক দাম দিতে পারলেন না ক্রিকেট তারকারাই। মাত্র চার দিনেই বিদায়ের দোরগোড়ায় টিম পাকিস্তান। গত বুধবার উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারেন বাবর আজম’রা (Babar Azam)। করাচীর মাঠে ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬০-এ গুটিয়ে যান তাঁরা। এরপর গতকাল দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধেও ৬ উইকেটের ব্যবধানে হারতে হলো পাক বাহিনীকে। জোড়া হারের ধাক্কায় পয়েন্ট তালিকায় সবার নীচে আপাতত আয়োজক দেশ। কার্যত বিদায় নিশ্চিত তাদের।

Also Read: CT 2025 IND vs PAK Stats Review: বিরাট বিক্রমে পাকিস্তানকে হারালো ভারত, দুবাইয়ের মাঠে তৈরি হলো ৭ নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *