এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দল একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে। টুর্নামেন্টের সুপার ৪’এও সূর্যকুমার যাদবদের দাপট বজায় রয়েছে। এর মধ্যেই এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশাল রদবদল হয়ে গেল। সামনে এলো ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির নাম। সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) এবং রজার বিনির (Roger Binny) পর এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে আসছেন মিঠুন মনহাস (Mithun Manhas)। রবিবার তিনি মুম্বাইয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
সম্প্রতি গুরুত্বপূর্ণ বৈঠকের পর বিসিসিআইয়ের (BCCI) সহ-সভাপতি রাজিব শুক্লা (Rajiv Shukla) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “পরবর্তী সময়কালের জন্য নতুন কমিটি তৈরি হয়েছে। প্রাক্তন ক্রিকেটার মিঠুন মনহাস সভাপতি হচ্ছেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির বিষয়ে ১০ টি অজানা তথ্য নিয়ে আলোচনা করা হলো।
১) জন্ম ও বেড়ে ওঠা-

মিঠুন মনহাস (Mithun Manhas) ১৯৭৯ সালের ১২ অক্টোবর জম্বু কাশ্মীরে জন্মগ্রহণ করেন। এই রাজ্য থেকে তিনি থেকে প্রথম জীবনে ক্রিকেট খেলা শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে নিজের ক্রিকেটের উন্নতির জন্য দিল্লিতে চলে আসেন।
২) প্রথম শ্রেণীর ক্রিকেট জীবন-
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৫৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ৯৭১৪ রান রয়েছে।
৩) অধিনায়ক হিসেবে সাফল্য-
অধিনায়ক হিসেবে মিঠুন মনহাস (Mithun Manhas) ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে সফলতা এনে দিয়েছিলেন। দীর্ঘ সময়ের পর তার হাত ধরেই ২০০৭-২০০৮ মরসুমে ট্রফি জিতেছিল দিল্লি। এই মরসুমে ৫৭.৫৬ গড়ে ৯২১ রান সংগ্রহ করেছিলেন তিনি।
Read More: Asia Cup 2025: পাত্তাই পেলো না পাকিস্তান, অভিষেকের তাণ্ডবে আরও একবার দাপুটে জয় ভারতের !!
৪) কোহলির প্রথম অধিনায়ক-
ভারতের অন্যতম তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে যাত্রা শুরু করেন। তার প্রথম অধিনায়ক ছিলেন মিঠুন। এই ক্রিকেটারের পরামর্শে নিজেকে তৈরি করেন কোহলি।
৫) আইপিএলে দৃষ্টান্ত-

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন জম্বু কাশ্মীরের প্রথম ক্রিকেটার যিনি আইপিএলে (IPL 2025) অংশগ্রহণ করেন।
৬) আইপিএলে অবদান-
মিঠুন মনহাস (Mithun Manhas) আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়রস এবং চেন্নাই সুপার কিংসের (CSK) মতো দলের হয়ে খেলেছেন। ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগে তিনি ৫৫ বলে ৫১৪ রান সংগ্রহ করেছেন।
৭) আইপিএলে কোচিং-
ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর কোচিং সদস্য হিসেবেও নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মনহাস। তিনি আইপিএলে পাঞ্জাব কিংস (PBKS), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং সাম্প্রতিক সময় গুজরাট টাইটান্সের (GT) হয়ে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৮) বাংলাদেশ ক্রিকেটে কোচিং-

শুধুমাত্র আইপিএলেই (IPL 2025) নয় বাংলাদেশের ক্রিকেটেও কোচিং সদস্য হিসেবে কাজ করছেন মিঠুন (Mithun Manhas)। ২০১৯ সালে তিনি বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করছেন।
৯) ক্রিকেট প্রকাশক হিসেবে অবদান-
কোচিং’এর সঙ্গে সঙ্গে এর আগে ক্রিকেট প্রশাসক হিসেবেও মিঠুন মনহাস (Mithun Manhas) অভিজ্ঞতা অর্জন করছেন। তাকে জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
১০) বিসিসিআই সভাপতি হিসেবে নজির-
মিঠুন মনহাস হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চলেছেন যিনি কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।