Top 10: দশজন পাক ক্রিকেটার যাদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেমের সম্পর্ক আলোচিত হয়েছিল !! 1

৯) ফখর জামান জেরিন খান-

Top 10: দশজন পাক ক্রিকেটার যাদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেমের সম্পর্ক আলোচিত হয়েছিল !! 2
Fakhar Zaman and Zareen Khan | Images: Instagram

২০১৮ সালে পাকিস্তানি ক্রিকেটার ফখর জামান (Fakhar Zaman) এবং জেরিন খানের (Zareen Khan) প্রেমের গুঞ্জন একাধিক সংবাদমাধ্যমে প্রধান চর্চার বিষয় হয়ে উঠেছিল। তারা গোপনে একে অপরের সঙ্গে ডেটিং করেছেন বলেও জল্পনা তৈরি হয়। তবে জেরিন খান সমস্ত বিষয়টি উড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এরপর আর এই বিষয়ে কিছু জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *