৮) নাসিম শাহ ও উর্বশী রাউতেলা-

২০২২ সালের এশিয়া কাপে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বলিউড মডেল এবং অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। এরপরই পাক তারকা নাসিম শাহের (Naseem Shah) সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু হয়। উর্বশী একবার নাসিমের খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাতে এই পাক ক্রিকেটার কমেন্ট পর্যন্ত করেন। এমনকি খবর সামনে উঠে আসে যে নাসিম উর্বশীকে বিবাহের প্রস্তাবও দিয়েছেন। তবে পরবর্তী সময়ে এই বিষয়ে তারা আর কিছু প্রকাশ্যে আনেননি।