Top 10: দশজন পাক ক্রিকেটার যাদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেমের সম্পর্ক আলোচিত হয়েছিল !! 1

৬) সালমান বাট ও প্রীতি জিন্টা-

Top 10: দশজন পাক ক্রিকেটার যাদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেমের সম্পর্ক আলোচিত হয়েছিল !! 2
Salman Butt Preity Zinta | Images: Instagram

পাকিস্তানের তারকা ওপেনার সালমান বাট (Salman Butt) উদ্বোধনী মরসুমে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আইপিএলে সেই সময় কিং ইলেভেন পাঞ্জবের অন্যতম মালিক ছিলেন প্রীতি জিন্টা‌‌ (Preity Zinta)। সেই সময় সালমান বাট ও প্রীতি জিন্টার মধ‌্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে খুবই অল্প সময়ের জন্য চর্চিত হয়েছিল। এরপর আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নিষিদ্ধ করা হলে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে জানা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *