৪) জাবেদ মিয়াঁদাদ ও নিতু সিং-

১৯৮০ সালের শুরুর দিকে নিতু সিং (Nitu Singh) বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। সেই সময় তার সঙ্গে পাকিস্তানের অন্যতম তারকা ব্যাটসম্যান জাবেদ মিয়াঁদাদের (Javed Miandad) প্রেমের গুঞ্জন সামনে এসেছিল। বিভিন্ন বিনোদন পত্রিকায় উল্লেখ করা হয়েছিল যে তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসাথে দেখতে পাওয়া গেছে। এমনকি তারা একে অপরের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ রাখেন বলেও উল্লেখ করা হয়। তবে অনেকে বিষয়টি গুজব বলেও উল্লেখ করেন। পরবর্তী সময় নিতু সিংয়ের সঙ্গে বলিউড অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে বিবাহ হয়।