Top 10: দশজন পাক ক্রিকেটার যাদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেমের সম্পর্ক আলোচিত হয়েছিল !! 1

৩) শোয়েব আখতার ও সোনালী বান্দ্রে-

Top 10: দশজন পাক ক্রিকেটার যাদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেমের সম্পর্ক আলোচিত হয়েছিল !! 2
Shoaib Akhtar and Sonali Bendre | Images: Instagram

ভারতীয় অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনে শোয়েব আখতারের (Shoaib Akhtar) নাম‌‌ও সামনে উঠে এসেছিল। ২০০৪ সালে দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাকিস্তান ভারত সফর এসেছিল। প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এই সময় শোয়েব আখতারের সঙ্গে ভারতীয় মডেল এবং অভিনেত্রী সোনালী বান্দ্রের (Sonali Bendre) পরিচয় হয়। এরপরই পাক তারকা তার সৌন্দর্যে মুগ্ধ হন‌। সেই সময় শোয়েব আখতার এক সাক্ষাৎকারে মজা করে বলেছিলেন, “সোনালী যদি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে আমি তাকে অপহরণ করে নিয়ে যাব।” তবে পরবর্তী সময়ে দুজনেই এই সম্পর্কের বিষয়টি এড়িয়ে গেছেন। বিস্তারিত খুব বেশি সামনে আসেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *