বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক দীর্ঘদিনের। আইপিএলের (IPL 2025) মতো টুর্নামেন্ট চালু হওয়ার পর এই সম্পর্ক আরও মজবুত হয়েছে। শাহরুখ খান (Shah Rukh Khan), প্রীতি জিন্টার (Preity Zinta) মতো তারকা এই টুর্নামেন্টের জনপ্রিয় ফ্রাঞ্চাইজির অন্যতম মালিক। অন্যদিকে ক্রিকেটারদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেমের সম্পর্কের গুঞ্জনও মাঝেমধ্যেই চর্চায় উঠে আসে। আজ এখানে ৫ জন পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে আলোচনা করা হলো যারা বলিউড অভিনেত্রীদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।
১) ইমরান খান ও রেখা-

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইমরান খানের (Imran Khan) রঙিন জীবন অনেক সময় আলোচনায় উঠে এসেছে। এই কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে ভারতের বর্ষীয়ান অভিনেত্রী রেখার (Rekha) সম্পর্ক রয়েছে বলে ১৯৮০-এর দশকে গুঞ্জন তৈরি হয়েছিল। সেই সময় প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল ইমরান খান শুধুমাত্র রেখার সঙ্গে সময় কাটানোর জন্য মুম্বাইয়ে দীর্ঘদিন ছিলেন। সেই সময় তারা সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতেন এবং নাইট ক্লাবে যেতেন। এই বলিউড অভিনেত্রী মাও চাইতেন তাদের বিয়ে হোক। তবে পরবর্তী সময় দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়।